ট্যুরিস্ট পুলিশ বগুরা জোন বগুড়া জেলার পর্যটন স্পটসমূহে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানকারী গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা। ট্যুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়নের আওতাধীন ৩টি জোনের মধ্যে ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোন অন্যতম। বগুড়া জেলার বিভিন্ন ট্যুরিস্ট স্পট সমূহ ও ট্যুরিস্টদের নিরাপত্তা প্রদানই ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের মূল লক্ষ্য। ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোন বাংলাদেশ পুলিশের এর একটি অংশ। একজন পুলিশ পরিদর্শক পদমর্যাদা কর্মকর্তা এই জোনের অফিস প্রধান।
ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের আত্নপ্রকাশঃ
পর্যটন শিল্প বিকাশে অন্যতম প্রধান শর্ত এ শিল্পের নিরাপত্তা। স্বাধীনতার অব্যবহিত পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশ পর্যটন কপোর্রেশন গঠন করে বাংলাদেশে পর্যটন শিল্পের শুভ সূচনা করেন। পরবতীর্তে ২০১৩ সালের ৬ নভেম্বর ‘ট্যুরিস্ট পুলিশ’ নামক বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয় এবং ২০১৭ সালে ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের কার্যক্রমের সূচনা হয়। এই জোন গঠনের পর হতে পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ বগুড়া জোনের অন্যতম পর্যটন স্পট সমুহঃ